স্বাধীনতা দিবসে হিলি দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে

হিলি স্থলবন্দরমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ও সরকারি ছুটি থাকায় ওই দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য নামানো, ওঠানো, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে বন্দর দিয়ে আমদানি- রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবির বাংলা ট্রিবিউনকে জানান, ‘আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।’