শাবি প্রেসক্লাবের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

শাবি প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণমহান স্বাধীনতা দিবসে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় শাবি উপাচার্য বলেন, ‘এখনকার ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন না। এই বইয়ের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা পাবে। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সর্ম্পকে জানতে পারবে শিক্ষার্থীরা।’

তিনি এ ধরনের আয়োজনের জন্য শাবি প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।

শাবি প্রেসক্লাবের উদ্যোগে সংবাদপত্রে মুক্তিযুদ্ধের খবর ও ছবি বিষয়ক প্রদর্শনীপরে একই স্থানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনের উদ্যোগে ‘খবরের পাতায় স্বাধীনতার কথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য।

শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সেন্টার অব এক্সেলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, অধ্যাপক ড. বেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. আবুল মুকিত মো. মোকাদ্দেছ, অধ্যাপক ড. জহিরুল ইসলাম, অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাউসার প্রমুখ। এসময় শাবি প্রেসক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন।