দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ-গণতান্ত্রিক নেতা আহত

খাগড়াছড়িখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের উপজেলা সমন্বয়ক অর্পণ চাকমা (২৮) আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দুর্বৃত্তরা এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে গুলি শব্দ শোনা যায়। এরপর দুল্যাতলী-লক্ষ্মীছড়ি সড়কের স’মিলের সামনে দুইটি মোটরসাইকেল ফেলে রেখে কয়েকজনকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ এসে মোটরসাইকেলগুলো উদ্ধার করে।

হামলার ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি জলেয়া চাকমা জানান, ‘প্রশাসন যখন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত তখন ইউপিডিএফ প্রসীতের সন্ত্রাসীরা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকে হামলার চেষ্টা চালায়। এটা তাদের পুরানো অভ্যস। তবে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আমাদের কর্মীরা প্রাণে রক্ষা পেয়েছে। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে অর্পণ চাকমা নামে স্থানীয় এক সমন্বয়ক আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের মুখপাত্র নিরন চাকমার মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল জব্বার জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি।’