X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ মে ২০২৪, ১০:৫৬আপডেট : ২৬ মে ২০২৪, ১১:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতীক জটিলতায় স্থগিত হওয়া কুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে। রবিবার (২৬ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনসংশ্লিষ্টরা জানান, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) পদে ১৩ ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এদিন সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ দেখতে পান যে ব্যালট পেপারে তার প্রতীক সিএনজিচালিত অটোরিকশার বদলে প্যাডেলচালিত তিন চাকার রিকশা প্রতীক দেওয়া হয়েছে। দুপুর ১টার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরপরই চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ২৬ মে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে নারী ভোটার সনি আক্তার বলেন, ‘এর আগেও চেয়ারম্যান পদে ভোট দিয়েছি। প্রতীক ভুলের কারণে আজ আবারও ভোট হচ্ছে। আমরা দেখেশুনে যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি।’

একই কেন্দ্রের পুরুষ ভোটার দুলন মিয়া জানান, দেখেশুনে যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছেন তিনি। কেন্দ্রের পরিবেশ বেশ ভালো জানিয়েছেন তিনি।

জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এই কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশ ভালো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, চেয়ারম্যান প্রার্থীদের আগের প্রতীক ঠিক রেখেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেবল প্যাডেলচালিত রিকশার জায়গায় সিএনজিচালিত অটোরিকশা প্রতীকে নির্বাচন হচ্ছে। এ ছাড়া আর কিছু পরিবর্তন হয়নি।

উল্লেখ্য, কুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩৩ হাজার ৪৩৫ জন।

/কেএইচটি/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
নির্বাচনের তিন বছর পর কেন্দ্রের পেছনে পাওয়া গেলো নৌকায় সিল মারা ২০০ ব্যালট
সর্বশেষ খবর
কিশোর গ্যাং-এ সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব: কথা-কাটাকাটির জেরে কিশোর খুন
কিশোর গ্যাং-এ সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব: কথা-কাটাকাটির জেরে কিশোর খুন
নোয়াখালীতে নতুন ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ
নোয়াখালীতে নতুন ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ
সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর-মারপিটের ঘটনায় মামলা
সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর-মারপিটের ঘটনায় মামলা
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!