বগুড়ায় বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

nonameবগুড়া বিআরটিএ কার্যালয় দালাল মুক্ত করতে অভিযান চালিয়েছে দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরের ওই অভিযানে চার দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো বগুড়া সদরের ধরমপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে একরামুল হক ডাবলু, শহরের মালতিনগরের মৃত আজিমুদ্দিনের ছেলে আবদুল মজিদ, ফুলবাড়ির তবিবর রহমানের ছেলে মাহমুদুর রহমান মুকুল এবং একই এলাকার রেজাউল করিমের ছেলে বেলাল হোসেন।

দুদক বগুড়া সম্বন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন ছাড়াও বিভিন্ন কাজে গেলে দালাল ছাড়া সম্পন্ন করা যায় না। এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে বিআরটিএ বগুড়া সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডল তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।