কৃত্রিম পা পাচ্ছেন রাসেল সরকার

রাসেল সরকার (ছবি– অনলাইন থেকে নেওয়া)গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় বাম পা হারানো রাসেল সরকারকে কৃত্রিম পা দিচ্ছে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)। কৃত্রিম এই পা সংযোজনের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১১ মার্চ) রাসেল সরকারকে সিআরপি’তে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সংস্থাটির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক।

মোহাম্মদ শফিক বলেন, “রাসেলকে সিআরপি'র পক্ষ থেকে প্রথমে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির একটি পা দেওয়া হবে। পরে জার্মান প্রযুক্তিতে তৈরি আরও উন্নতমানের একটি কৃত্রিম পা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, ‘রাসেলের নতুন পা সংযোজনের জন্য প্রায় ৪ সপ্তাহ সময় লাগবে। এই সময়ের মধ্যে নতুন পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতে অনুশীলনও করানো হবে।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথাকাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালক রাসেল সরকারের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

গত ১২ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে রাসেলের চিকিৎসার যাবতীয় খরচ গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে এবং তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতে বলা হয়। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করেন গ্রিনলাইন কর্তৃপক্ষ।

গত ৩১ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গ্রিনলাইন পরিবহনের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আজ বুধবার (১০ এপ্রিল) রাসেল সরকারকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা দিতে বলা আদেশের পর প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন গ্রিনলাইন কর্তৃপক্ষ।

ক্ষতিপূরণের অগ্রগতির বিষয়ে শুনানি নিয়ে বুধবার (১০ এপ্রিল) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরিবহনটির মালিক হাজী মো. আলাউদ্দিনকে বাকি ৪৫ লাখ টাকা পরিশোধে এক মাস সময় দেন।