পুলিশ পরিচয় দেওয়ায় আনসার সদস্যের কারাদণ্ড

বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের আইডি কার্ড ব্যবহার করে নিজেকে কনস্টেবল পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আনসার সদস্য জাহিদুল ইসলাম সুমনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের জেলের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম সুমন উপজেলার শ্রীপুরের চরবগী এলাকার সালাউদ্দিন পণ্ডিতের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৩ জুলাই উপজেলার শ্রীপুর ইউপির এক নম্বর ওয়ার্ডে চরবগী চৌধুরীপাড়া কে জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে প্রবেশের চেষ্টা করে সুমন। এসময় সেখানে নির্বাচনের দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা সুমনকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের পোশাক পরা একটি আইডি কার্ড দেখিয়ে আবারও নিজেকে পুলিশের সদস্য বলে দাবি করেন। তবে পরে তিনি পুলিশ নন বলেও স্বীকার করেন।

এই ঘটনায় ১৩ জুলাই মেহেন্দিগঞ্জ থানায় এএসআই  কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলা দায়ের করেন।

২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই রিয়াজ উদ্দিন আদালতে আনসার সদস্য জাহিদুল ইসলাম সুমনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।

চার্জশিটে উল্লেখ করা হয়, অভিযুক্ত আনসার সদস্য সুমনের মা ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা প্রার্থী থাকায় তিনি বারবার কেন্দ্রে যাওয়া আসা করার আশায় এই প্রতারনার আশ্রয় নিয়েছেন বলে স্বীকার করেছেন।