ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

ওসমানী বিমানবন্দরে জব্দ করা স্বর্ণসিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ আবির হোসেন (৩১) নামের এক যাত্রীকে আটক করেছে রাজস্ব শাখার একটি দল। শুক্রবার (১২ এপ্রিল) রাত ৭টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২২২ ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবির হোসেন নোয়াখালী জেলার হাতিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি ওমানের মাসকাট থেকে আসছিলেন। তার গন্তব্যস্থল ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

বিষয়টি নিশ্চিত ওসমানী বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নুরুল আমিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওসমানী বিমানবন্দরের রাজস্ব শাখার একটি দল অভিযান চালিয়ে ২৫টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।  বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম। আটককৃত  আবির হোসেনকে সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’