হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি ও উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি ও উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবিবাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীকে (বিএসএফ) মিষ্টি, খই, বাতাশাসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার জিল্লুর রহমান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম সিংহের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এসময় তারা দুজনে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজিবির হিলি আইসিপির ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘পহেলা বৈশাখ উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার, ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও স্টাফ অফিসার, হিলি বিএসএফ ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পের জন্য বিজিবির পক্ষ থেকে সর্বমোট ১২ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। সেই সঙ্গে খই, খাজা, বাতাশাসহ বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে তাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। এসময় তারাও আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে।’