ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে নোয়াখালীর বেদে পল্লিতে সংঘর্ষ

নোয়াখালী

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের বেদেপল্লিতে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ইয়াবা ব্যবসায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।

আহতরা হলেন, শাহেলা বেগম (২৬), মো. সোহাগ (৩২), মো. মামুন (২৪) ও সাহাব উদ্দিন (১৮)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত মো. সাইফুল ইসলামসহ অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ জানান, বেদেপল্লির জায়গীর সরদার ও তার ভাই হোসাইন দীর্ঘদিন ধরে বেদেপল্লিতে টেকনাফ থেকে ইয়াবা এনে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে বেদেপল্লির সোহাগসহ কয়েকজন বাধা দিলে ইয়াবা ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার দুপুরে ইয়াবা ব্যবসায়ী হোসাইন সোহাগের ঘরে ঢুকে ইয়াবা বিক্রি করতে গেলে সোহাগ ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এ সময় বাগবিতণ্ডা শুরু হয়। পরে জায়গীর সরদারের নেতৃত্ব তার বোনজামাই বাবলু, নাঈম, রাজন ও আক্তারসহ ৮/১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোহাগের ঘরে হামলা এবং ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা শাহেলা বেগম, সোহাগ, মামুন, সাহাব উদ্দিন ও সাইফুলসহ অন্তত ১০ জনকে পিটিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।