‘আগে আওয়ামী লীগ, পরে এমপি-মন্ত্রী’

নাটোর আওয়ামী লীগের মুজিবনগর দিবসের অনুষ্ঠাননাটোর সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেছেন, ‘সবার  আগে আওয়ামী লীগ, পরে এমপি-মন্ত্রী। তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তৃণমূলের ভোটের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই এমপি-মন্ত্রী হয়েছেন। তাই সবার আগে তৃণমূল আওয়ামী লীগের স্বার্থকে দেখতে হবে। তৃণমূল আওয়ামী লীগ যাতে কখনোই কষ্ট না পায়, তাদের স্বার্থ যেন সবার আগে দেখা হয় তা নিশ্চিত করতে হবে।’

বুধবার (১৭ এপ্রিল) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মুজিবনগর সরকার দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুল ইসলাম শিমুল দাবি করেন, ‘দেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্তে এই দিনে মুজিবনগর সরকার গঠিত হলেও সেই সরকারে লুকিয়ে ছিল নরপিশাচ মোশতাক। তাকে অস্থায়ী সরকারের পররাষ্ট্র দফতর দেওয়া হলেও তারই কুচক্রে পরবর্তীতে জাতির জনককে সপরিবারে মৃত্যুবরণ করতে হয়। বঙ্গবন্ধুর মৃত্যুর কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।’

বঙ্গবন্ধুর উত্তরসূরী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দাবি করে শিমুল বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আওয়ামী লীগের তৃণমূলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তৃণমূলে কোনও বিভেদ সৃষ্টি হয় না, অথচ নেতাদের মধ্যে বিভেদ দেখা যায়। আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিভেদের কারণেই বঙ্গবন্ধুর স্বপ্ন ও শেখ হাসিনার দিনরাত পরিশ্রম সত্বেও নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন হচ্ছে না। এক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যে ঐক্যের কোনও বিকল্প নেই। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।’

জেলা আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জেলা সদর ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।