টাঙ্গাইলে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

ভুয়া চিকিৎসক মো. শাহ সেকেন্দারটাঙ্গাইলে অধ্যাপক ডা. এফএম শাহ সেকেন্দার নামে এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রোকনুজ্জামান এ আদেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে ‘টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল’ থেকে ভুয়া চিকিৎসক অধ্যাপক ডা. এফএম শাহ সেকেন্দারকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সত্যতা নিশ্চিতের পর শনিবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়।

তিনি আরও জানান, ভুয়া চিকিৎসক স্বেচ্ছায় দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত শাহ সেকেন্দারকে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৯(১) এবং ২৯(২) ধারার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ওই ভুয়া চিকিৎসকের প্রকৃত নাম মো. শাহ সেকেন্দার। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা গ্রামের (বাসা নং-১৪৩/৪) ওমর আলী ফকিরের ছেলে।