বগুড়ার হুয়াকুয়া-হরিখালী সড়কে ধস, যান চলাচলে ভোগান্তি

সোনাতলার হুয়াকুয়া-হরিখালী সড়কে ধস বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া-হরিখালী পর্যন্ত সাত কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। সড়কের কোনও কোনও জায়গা ধসে গেছে। এতে ওই সড়কে চলাচলকারী বিভিন্ন পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন। সড়ক ভেঙে যাওয়ায় মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে।
ওই সড়ক দিয়ে সোনাতলা, সারিয়াকান্দি, গাবতলী ও গাইবান্ধার সাঘাটা উপজেলার মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে ২০ মিনিটের পথ যেতে প্রায় এক ঘণ্টা সময় লাগে।
এ ব্যাপারে স্থানীয় রিকশা, অটোরিকশা, ভ্যান ও সিএনজি মালিক সমিতির সভাপতি লিটন মিয়া জানান, ওই সড়কে যাত্রীবাহী যানবাহন মাঝে মাঝে বিকল হয়ে যাচ্ছে। এছাড়া বেশি সময় লাগায় বাড়তি তেল খরচ হচ্ছে। মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার জৈন ও পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত জানান, সড়কটি গত কয়েক বছর আগে সংস্কার করা হয়েছে। রাস্তার দু’ পাশে বসতবাড়ি থাকায় বর্ষা মৌসুমে ওইসব বাড়ির পানি সড়কের উপর দিয়ে যায়। ফলে অল্প সময়ে সড়কটি নষ্ট হয়ে গেছে। সোনাতলা উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, সড়কটি আরসিআইপি (বিদেশি দাতা সংস্থা) প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। বরাদ্দ অনুমোদন হলে সড়কে কার্পেটিং করা হবে।