ধানের ন্যায্য মূল্যের দাবিতে ববিতে অধ্যয়নরত কৃষকের সন্তানদের মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃষকের সন্তানদের মানববন্ধনবরিশালে ধানের ন্যায্য মূল্য ও মধ্যস্বত্বভোগীদের ভর্তুকির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত কৃষকের সন্তানরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২টায় বরিশাল সদর উপজেলার কর্ণকাঠীতে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে প্রচণ্ড রোদ উপেক্ষা করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন– ববি শিক্ষার্থী হাসিবুল ইসলাম, লোকমান হোসেন, রেজাউর রহমান রাজু, তারেক মাহমুদ, উদয় বিশ্বাস, আবদুর রহমান মিজান, হালিম সালেহীন ও তমালসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, ‘রোদে শরীর পুড়িয়ে, বৃষ্টিতে ভিজে যেসব কৃষক দেশবাসীর জন্য ধান উৎপাদন করে যাচ্ছে তারা আজ বাজারে সেই ফসলের ন্যায্য মূল্য পাওয়া থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।’ এ সময় কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের ভর্তুকি দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ববিতে অধ্যয়নরত কৃষকের সন্তানরা অংশগ্রহণ করেন।