বকেয়া বেতনসহ ৯ দফা দাবিতে আমিন জুট মিলে কর্মবিরতি

পাটকল শ্রমিকদের কর্মবিরতি বকেয়া বেতন পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে পাটকল শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতিতে মঙ্গলবার (১৪ মে) সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল রাষ্ট্রায়ত্ত পাটকল আমিন জুট মিলে। এর আগে একই দাবিতে সোমবার কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আমিন জুট মিলের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘১১ সপ্তাহ ধরে আমরা বেতন ভাতা পাচ্ছি না। এখন পর্যন্ত কোনও মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে আমরা এসব দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে কর্মবিরতি কর্মসূচি দিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো।’ মোহাম্মদ মোস্তফা বলেন, ‘১১ ও ১২ মে দুই দিন আমরা রাজপথে মিছিল ও সমাবেশ করেছি। বিজেএমসি এবং বস্ত্র ও পাটমন্ত্রী বরাবর চিঠিও পাঠিয়েছি। তারা আমাদের বেতন ভাতার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।’
আমিন জুট মিল সিবিএ সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে গণমুক্তি ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন, চট্টগ্রাম জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি হাসান মারুফ রুমী, চট্টগ্রাম জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন,আমিন জুট মিল সিবিএ দফতর সম্পাদক কামাল উদ্দিনসহ বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে বিকালে শ্রমিকরা সড়কে বিক্ষোভ মিছিল করেন।