হিজবুত তাহরীরের দুই সদস্য আটক

গাজীপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহীরের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই-পুস্তক জব্দ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিকে চট্টগ্রাম থেকে আরেকজনকে আটক করা হয়। 

বৃহস্পতিবার (১৬ মে) বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন।

আটক ব্যক্তিরা হলো- সিরাজগঞ্জ জেলা সদরের বহুলী এলাকার সুরুজ্জামান শেখ এর ছেলে হামিদ সিরাজী (৩৩) এবং ঢাকার ধানমন্ডি এলাকার মৃত আবু হেনা ফজলে এলাহীর ছেলে ওসামা ফজলে এলাহী (২৯)।

বলা হয়, হিজবুত তাহরীরের কিছু সদস্য দেশের নাশকতা ঘটানোর উদ্দেশ্যে ১৪ মে গাজীপুরের শ্রীপুর থানার সাটিয়াবাড়ি গ্রামের মোল্লাবাড়ি রোডের দেলোয়ারের বাড়িতে (হামিদ সিরাজীর ভাড়া বাসা) একত্রিত হয়ে গোপন মিটিং করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসময় হামিদ সিরাজীকে আটক করা হয়। বাসা হতে উগ্রবাদী ২৩টি বই, টি-শার্টসহ বিভিন্ন মালামাল ও সরঞ্জমাদি জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার একটি ভবনে অভিযান চালিয়ে অর্থদাতা ওসামা ফজলে এলাহীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য পরিচয় স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

আরও জানানো হয়, ওসামা ফজলে এলাহী সংগঠনটির অন্যতম থিংক ট্যাঙ্ক ও অর্থদাতা। তারা ভিন্ন নামে ফেসবুক আইডি খুলে আন্তর্জাতিক উগ্রবাদী মতাদর্শের সমর্থনে বিভিন্ন পোস্ট করে। ওই পোস্ট লিফলেট আকারে প্রচারের জন্য হামিদ সিরাজীকে বিকাশের মাধ্যমে আট হাজার টাকা দেয় ফজলে এলাহী।