নীলফামারীর ডোমারে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনপদ

৩৪

নীলফামারীর ডোমার উপজেলায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ঘড়-বাড়ি, গাছপালা, পাট ও পাকাধানসহ আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে প্রথমে শিলাবৃষ্টি ও পরে পৌর শহরের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়।

ডোমার পৌরসভা এলাকা বেশ কিছু ঘর ভেঙে পড়েছে ও টিনের চালা উড়ে গেছে। অসংখ্য গাছ পালা উপড়ে পড়েছে। কয়েকটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় দিনব্যাপী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী জানান, বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ করা হচ্ছে। উপজেলায় প্রায় ৩ হাজার ৫৬০ জন গ্রাহকসহ অসংখ্য দোকানপাট ও কল করাখানা বন্ধ রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল জানান, চলতি বোরো মৌসুমে কৃষকের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতে থাকা ধান ও বিভিন্ন ফল ঝরে গেছে। আমরা ক্ষতির তালিকা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা করা হবে।