শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ আলোর পথে: এস এম কামাল হোসেন

01শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ আলোর পথে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন। শুক্রবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা সদর থানা আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘১৯৮১ সালের ১৭ই মে বাঙালি জাতির জন্য আশীর্বাদ বয়ে এনেছিল। স্বৈরাচার জিয়া বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তরিত করতে চেয়েছিল। বঙ্গবন্ধু কন্যা যেন দেশে ফিরতে না পারে সেজন্য জিয়াউর রহমান 'শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি' গঠন করেছিল। ১৯৮১ সালের ৫ মে বিশ্বখ্যাত নিউজউইক পত্রিকা  শেখ হাসিনার বরাত দিয়ে ছেপেছিল, 'জীবনের ঝুঁকি আছে জেনেই শেখ হাসিনা বাংলাদেশে যাচ্ছেন'। তবুও শেখ হাসিনা ফিরে এসেছিলেন বাংলাদেশে।  শেখ হাসিনা ফিরে এসেছিলেন বাঙালির আলোর দিশারি হয়ে। যে কারণে দেশ গণতন্ত্রের পথে হাঁটছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে।'

আলোচনার সভার বিশেষ অতিথি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, "বাবা-মা, পরিবার-পরিজন হারানো শোক-সাগর বয়ে বেড়ানো শেখ হাসিনার আগমনে  প্রকৃতিও লক্ষ লক্ষ মানুষের মতো সেদিন কেঁদেছিল অঝরে। দু'বাহু ঊর্ধ্বে তুলে সেদিন বাংলার কোটি কোটি মানুষ শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছিলেন। সেদিন থেকে 'গণমানুষের ঠিকানা; জননেত্রী শেখ হাসিনা'।

আলোচনার সভার বিশেষ অতিথি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও  খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য বেগম মন্নুজাহান সুফিয়ান এমপি, শেখ জুয়েল এমপি, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. সাইফুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।