ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বাড়িঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের বাংরোড গ্রামে শুক্রবার (১৭ মে) বিকেলে কালবৈশাখী ঝড়ে ১৮টি বাড়ির শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। চার থেকে পাঁচ মিনিটের ওই ঝড়ে উপড়ে পড়েছে গ্রামের অনেক গাছপালা। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। নষ্ট হয়েছে বিভিন্ন ফসল।
শুখানপুকুরী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ঝড়ের কবলে পড়ে বাংরোড গ্রামের ১৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ করে প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। ঝড়টি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। এতেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। তিনি বলেন, ঝড়ের আঘাতে ১৮টি বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং লিচুগাছসহ সহস্রাধিক গাছপালা উপড়ে গেছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হয়েছে। তাদের সহায়তা দেওয়া হবে।