জামালপুরে ধান মাড়াই মেশিনে চুল আটকে বৃদ্ধার মৃত্যু

f81414e8550058885ce9282b202a7a18-5c0b38f1e3f5a

জামালপুর সদর উপজেলায় ইঞ্জিনচালিত ধান মাড়াইয়ের মেশিনে চুল আটকে সুফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল লতিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিননগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (৬০) ওই গ্রামের মো. আবদুল হাজির স্ত্রী।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, শনিবার আমিননগর গ্রামের মো. আবদুল হাজির বাড়িতে ধান মাড়াইয়ের কাজের জন্য শ্যালো ইঞ্জিনচালিত ধান মাড়াই মেশিন ভাড়া নেওয়া হয়। দুপুরে ধান মাড়াইয়ের কাজ চলার সময় মো. আবদুল হাজির স্ত্রী সুফিয়া বেগম মাড়াই মেশিনের কাছ থেকে ধানের আঁটি সরাতে গেলে মেশিনের সঙ্গে তার চুল আটকে যায়। এ সময় মেশিনের টানে সুফিয়া বেগমের মাথার খুলি উঠে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।