চুয়াডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর, গৃহকর্তা নিহত

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গায় পিটিআই মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির ভেতর ঢুকে পড়ে। এসময় বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা গৃহকর্তা সাইদুর রহমান (৬৫) নিহত হন। গুরুতর আহত হন ওই ট্রাকের চালক। সোমবার (২০ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান ওই এলাকার মৃত শাহাজাহান আলীর ছেলে ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৪০৯) চুয়াডাঙ্গা শহর থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলো। এসময় পিটিআই মোড় এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এতে বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা গৃহকর্তা সাইদুর রহমান ওই ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ওই ট্রাকের চালকও গুরুতর আহত হয়েছে। তাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে।