দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পাটকল শ্রমিক খুন, আটক ১

যশোর

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহিদ কাজী (২৮) নামের একজন পাটকল শ্রমিক খুন হয়েছেন। সোমবার (২০ মে) বেলা আড়াইটার দিকে যশোর সদরের বাহাদুরপুর পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত শহীদ কাজী মাগুরা সদরের হাজরাপুর গ্রামের লোকমান কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে মিলের প্রথম শিফটের কাজ শেষ হয়। তারপর শ্রমিক নেতা শহিদ কাজী ও আরও কয়েকজন পাশের একটি চায়ের দোকানে যান চা খেতে। সেসময় হঠাৎ করে তিন-চার জন ব্যক্তি এসে একজন শহিদের জামার কলার ধরে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজন তার দু’হাত ধরে এবং আরেকজন ছুরি বের করে হাতে ও পিঠের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন শহিদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে শহিদের মৃত্যু হয়েছে।’

স্থানীয়রা আরও জানায়, হামলায় জড়িত আমিচার ওরফে রমজানের স্ত্রী জুলেখার সঙ্গে শহিদ কাজীর প্রেমের সম্পর্ক ছিল বলে সন্দেহ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মেহেদি হাসান টপি (২৬) নামে একজনকে আটক করেছে।’