বাগেরহাটে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ১

বাগেরহাট

বাগেরহাটের কচুয়া উপজেলায় লড়ারকুল গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় আলতাফ শেখ (৪৪) নামের এক ব্যক্তি আহত হয়েছে। রবিবার (২৬ মে) বিকালে এই ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রবিবার বিকালে আলতাফ শেখের বাড়িতে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে যান। স্থানীয়রা দেখেন, আলতাফকে পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তখন জানা যায়, বোমা তৈরি করতে গিয়ে আলতাফ আহত হয়েছে। তার বাড়ি থেকে বারুদ মাখা মার্বেল, বারুদসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। আলতাফকে পুলিশ পাহারায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি। 

আলতাফ শেখ লড়ারকুল গ্রামের শেখ মোসলেম আলীর ছেলে।