পুলিশকে দায়িত্বে বাধা দেওয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে

রাজশাহীরাজশাহীর পুঠিয়া উপজেলায় পুলিশকে দায়িত্বে বাধা দেওয়া এবং অবরুদ্ধ করে রাখার ঘটনায় ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) তাকবীর হাসানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম।

তিনি জানান, গত ২৬ মে ইউনিয়নের হারোগাতি গ্রামের এক কিশোরীর সঙ্গে তার কথিত প্রেমিক অনৈতিক কাজে লিপ্ত হলে এলাকাবাসীর কাছে ধরা পড়ে। এ সময় প্রেমিকের দুই সহযোগীকেও আটক করে এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে বাধা দেয় এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী প্রায় ৪ ঘণ্টা পুলিশকে অবরুদ্ধ করে রাখে ও পুলিশের গাড়ির চাকার টায়ার কেটে দেয়। তারা এক পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিচার্জ করে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে অবরুদ্ধ পুলিশ সদস্য, আটক প্রেমিক ও তার সহযোগী এবং প্রেমিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় গত ২৭ মে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নীলকান্ত বাদী হয়ে ১৪ জন এজাহারনামীয় এবং আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।