রূপপুর গ্রিন সিটিতে হিট স্ট্রোকে নিরাপত্তাকর্মীর মৃত্যু

পাবনাপাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটিতে সোমবার (১৭ জুন) দুপুরে হিট স্ট্রোকে হযরত আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হযরত আলী নাটোরের দয়রামপুর এলাকার মৃত আক্তার আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়,  সোমবার দুপুরে হযরত গ্রীনসিটি আবাসন প্রকল্পের ২০ তলা আবাসিক ভবনের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় প্রচণ্ড গরমে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম শামীম জানান, অতিরিক্ত গরমের কারণে তার হিট স্ট্রোক হয়েছে।