লোহাগড়ায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ২ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ





নড়াইলনড়াইলের লোহাগড়ায় চণ্ডী কুমার ঘোষ (৩৮) নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপাশা-মহাজন সড়কের ঘোষপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
















আহত চণ্ডী কুমারকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের মৃত তারাপদ ঘোষের ছেলে চণ্ডী কুমার ঘোষ একজন বিকাশ এজেন্ট। সোমবার দুপুরে তিনি সোনালী ব্যাংক মহাজন বাজার শাখা থেকে দুই লাখ ছয় হাজার টাকা তুলে লুটিয়ার দিকে আসছিলেন। লক্ষ্মীপাশা-মহাজন সড়কের ঘোষপাড়া বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে তিন যুবক এসে তার পথরোধ করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নিয়ে যায়। চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।