সৌরভকে সোহেল তাজের বাসায় পৌঁছে দিলো পুলিশ

উদ্ধারের পর ময়মনসিংহে ইফতেখার আলম সৌরভ
ময়মনসিংহ থেকে উদ্ধারের পর ইফতেখার আলম সৌরভকে তার মামা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বনানী ডিওএইচএসের বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশ সৌরভকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

সৌরভ বাসায় ফেরার পর সোহেল তাজ সাংবাদিকদের বলেন, ‘সৌরভের মানসিক এবং শারীরিক সুস্থতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। চিকিৎসকের পরামর্শও নেওয়া হবে। সৌরভকে মানসিকভাবে কয়েক স্তরে নির্যাতন করা হয়েছে। সে মানসিকভাবে বিপর্যস্ত এবং দুর্বল। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে অপহরণ করেছিল, তা এখনও বলেনি সৌরভ। সে উদ্ধার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা।’

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমানও। উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভ নিজেও। এর বেশি কিছু বলেননি তিনি।

আরও পড়ুন- 

সৌরভ মানসিকভাবে বিপর্যস্ত: সোহেল তাজ

সৌরভকে দুর্বৃত্তরা আটকে রেখেছিল: পুলিশ 

নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে উদ্ধার



সৌরভ দেশের বাইরে থেকে কল করতে পারেন, অনুমান পুলিশের