ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত ১, আহত ১২

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রাঘাতে  একজন জন নিহত হয়েছেন। এছাড়াও সদর, হরিপুর ও বালিয়াডাঙ্গীতে মোট ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মুষলধারে বৃষ্টিসহ প্রচণ্ড বজ্রপাতে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সাধিনা রাণী (৪৪)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা দোগাছী গাইডগরা গ্রামের ধুরেশ চন্দ্রর স্ত্রী।

বুধবার (২৬ জুন) বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। 

আহতদের মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ফতিয়াপাড়ার নজরুল ইসলামের মেয়ে নারগিছ (১৫) এর অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বোগরা মোড়লহাট এলাকার মুক্তারুল এর নুসাবা আক্তার (৩৫), একই উপজেলার হাউদা মালঞ্চ এলাকার করিম এর স্ত্রী রুখসানা (১৯), মধুপুর এলাকার নুরল ইসলামের মেয়ে লিজা আক্তার (১৮), গোয়ালকারি এলাকার আনারুল এর মেয়ে আশা মনি (১৬), বড়বাড়ী গ্রামের লখিন্দর এর স্ত্রী মালতি রাণী (৫০) ও স্কুলহাটের দক্ষিণ মেঝধাপাড়ার নাজের আলীর স্ত্রী জান্নাতুন (১৯), সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের পাহাড় ভাঙা (জোতপাড়া) গ্রামের মৃত মনকটুর স্ত্রী দরিমন বেগম (৭০) ও ১১ নং মহম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের আলমগীর এর স্ত্রী দুলালী (২৮)।

অন্যদিকে, হরিপুর উপজেলায় বজ্রাঘাতে আহত হয়ে শিশুসহ ৩ জন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।

আহতরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।