সাড়ে চার হাজার নকল পাঠ্যবই জব্দ, আটক ২

সাড়ে চার হাজার নকল পাঠ্যবইসহ আটক ২একাদশ ও দ্বাদশ শ্রেণির মূল পাঠ্য বইয়ের সাড়ে চার হাজার নকল কপিসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১১। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা জেলার সূত্রাপুর থানার ১৫ নং রূপচাঁদ লেন থেকে তাদের আটক করা হয়। র‍্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিস সুপার মো. এনায়েত হোসেন মান্নান বুধবার (২৬ জুন) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন টাঙ্গাইলের দেলদোহার থানার সিংহরাদী গ্রামের আলী মো. খাঁনের ছেলে ও ভাই ভাই বুক বাইন্ডিং এর মালিক মো. নবী খাঁন (৩৫) ও যশোর জেলার কোতোয়ালি থানার শংকরপুর গ্রামের মৃত ইউসুফ হোসেনের ছেলে ও ফাইভ স্টার প্রিন্টিং প্রেস ও পাবলিকেশন্সের ব্যবস্হাপক মো. আইয়ুব হোসেন (৫৩)।

র‍্যাব কর্মকর্তা মো. এনায়েত হোসেন মান্নান জানান, ‘সদ্য কলেজ ও মাদ্রাসায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে আগামী ১ জুলাই থেকে নতুন পরিমার্জিত পাঠ্যবই তুলে দেবে সরকার। এই কাজটি প্রশ্নবিদ্ধ করার জন্য এবং অবৈধ ও অনৈতিক লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী বিপুল পরিমাণ নকল বই বাজারজাত করছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঢাকার সূত্রাপুরের ভাই ভাই বুক বাইন্ডিং ও ডেমরা থানাধীন মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোডের ফাইভ স্টার প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্সে অভিযান চালিয়ে একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা বইয়ের সাড়ে চার হাজার কপির সমপরিমাণ ৪৭ বান্ডিল ও বাংলা সহপাঠ বইয়ের দুটি বান্ডিল জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সূত্রাপুর থানা ও ডেমরা থানায় কপিরাইট আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।’