চুপচাপ বসে থাকার উদ্দেশ্যই হলো ষড়যন্ত্র: নাসিম

সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘কোনও রাজনৈতিক দল যদি চুপচাপ বসে থাকে, মনে রাখতে হবে এর পেছনে তাদের কোনও বড় ধরনের ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য সমন্বিত রাজনৈতিক শক্তির প্রয়োজন। আর এ শক্তির জোগানদাতাই হচ্ছে তৃণমূল। কোনও ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।’

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা শহরে দলের সহসভাপতি ও চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য’র বাসায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আবু ইউসুফ সুর্য্য’র বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের স্টেডিয়াম রোডে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নাসিম আরও বলেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থিতিশীলতার একমাত্র আস্থার জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবারের সদস্য, শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার বিদেহী আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় দলের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম খান, হাজী ইসহাক আলী, আব্দুল হান্নান খান, দানিউল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুল হাকিম, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।