অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

12প্রিপেইড মিটারের নামে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার বিকালে প্রিপেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটির উদ্যোগে সদর উপজেলার ফতুল্লা পাগলা নয়ামাটি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, ডিপিডিসি কর্তৃপক্ষ কারও সঙ্গে আলোচনা না করে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার মাধ্যমে ডিজিটাল মিটার বন্ধ করে প্রিপেইড মিটার ব্যবস্থা চালু করেছে। সেবার নামে এই মিটারের মাধ্যমে সাধারণ মানুষকে তারা শোষণ করছে।

প্রিপেইড মিটারকে রাক্ষসী মিটার আখ্যা দিয়ে বক্তারা বলেন, এই মিটারের কারণে স্বল্প আয়ের মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারছেন না। তাছাড়া অগ্রিম টাকা নেওয়া কোনওভাবেই সেবার পর্যায়ে পড়ে না। এটা কখনোই জনগণের জন্য মঙ্গলজনক হবে না।

বক্তারা অবিলম্বে স্থাপনকৃত প্রিপেইড মিটারগুলো ফেরত নেওয়াসহ বিদ্যুৎ বিলের এই ব্যবস্থা বন্ধের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ফতুল্লা নয়ামাটি পঞ্চায়েত উন্নয়ন কমিটির সভাপতি ফারুক ওসমানির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহাবুবুর রহমান চঞ্চল, ফতুল্লা নাগরিক কমিটির সহ-সভাপতি মো. শহীদুল্লাহ কুতুবপুর ইইনয়ন নাগরিক কমিটির সভাপতি নুরুল হক জামাদারসহ আরও অনেকে।