গরুর সঙ্গে ধাক্কা, থেমে গেল জয়ন্তিকা!

এই সেই ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস

গরুর সঙ্গে ধাক্কা লেগে থেমে গেছে সিলেটগামী ট্রেন জয়ন্তিকা। রবিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-আখাউড়া রেললাইনের মৌলভীবাজারের হাজীপুর ইউনিয়নের পলকি ও মনু ব্রিজের মধ্যেবর্তী মাতাবপুর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় মেরামতের জন্য আধাঘণ্টা আটকে থাকে। মেরামতের পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

কুলাউড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মুহিব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুলাউড়ায় জয়ন্তিকা ট্রেনটি আসার সময় ছিল সাড়ে ৬ টায়। কিন্তু ট্রেনটি কুলাউড়ায় এসে পৌঁছায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে।

ভেঙে যাওয়া অংশ

স্থানীয় বাসিন্দা ছাইফুল আলম  জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়ার মাহতাবপুর এলাকায় পৌঁছামাত্র একটি গরুকে ধাক্কা দেয়। এসময় গরুটি ঘটনাস্থলেই মারা যায়। এদিকে ইঞ্জিনের সামনের একটি হুইস পাইপ ভেঙে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঘটনাস্থলে থেমে যায় ট্রেনটি। এসময় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক  দেখা দেয়।

জানা যায়, গাই গরুটি মাহতাবপুর গ্রামের এক ব্যক্তির। রাস্তার পাশের জমিতে ছিল সেটি। ট্রেনের হর্নে ভয় পেয়ে দৌড় দিলে এই দুর্ঘটনাটি ঘটে।