৩ কেজির ইলিশ, ১৯ হাজারে বিক্রি

 

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে পৌনে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ। সোমবার  দুপুরের দিকে নাথু হালদারের জালে ধরা পড়া এটি। পরে মাছটি জেলের কাছ থেকে ১৪ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যাবসায়ী। তার কাছ থেকে ১৯ হাজার টাকায় মাছটি কিনে নেন ঢাকার এক ব্যক্তি।

মঙ্গলবার (১৬ জুলাই) দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান খান জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাছাকাছি এলাকায় পদ্মা নদীতে জেলেরা জাল ফেলেন। দীর্ঘক্ষণ পর নাথু হালদার জাল টেনে নৌকায় তোলার সময় বড় ইলিশ মাছটি ধরা পড়ে। পরে দ্রুত দৌলতদিয়া ফেরিঘাটে এসে মেপে দেখা যায় ইলিশটির ওজন দুই কেজি ৭০০ গ্রাম। নাথু হালদারের কাছ থেকে পাঁচ হাজার দুইশ’ টাকা কেজি দরে ইলিশটি ১৪ হাজার টাকায় কিনে নেই। দৌলতদিয়ার ৬ নম্বর ঘাটে একটি প্রাইভেটকার থেকে নেমে এক ব্যক্তি ১৯ হাজার টাকায় ইলিশটি কিনে ঢাকার দিকে চলে যান।