সুন্দরবনে মাছ শিকারের অভিযোগে দুই জেলে কারাগারে

আটক দুই জেলেবাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে খালে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের কলামুলা খালে মাছ শিকারের সময় তাদের আটক করে সুন্দরবন বিভাগ।

আটক ব্যক্তিরা হলো– বাগেরহাটের মোংলা উপজেলার মো. সিরাজুল ইসলাম এবং খুলনার কয়রা উপজেলার রাসেল হাওলাদার।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবির জানান, সুন্দরবনের হরিণটানা ক্যাম্পের প্রহরীরা সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টহলরত অবস্থায় দুই জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত দুই বোতল কীটনাশক, একটি নৌকা ও ছয় মণ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। জুলাই ও আগস্ট এই দুই মাস সুন্দরবনের সব খালে মাছ আহরণ নিষিদ্ধ সময়ে আটককৃতরা খালে বিষ দিয়ে মাছ শিকার করেছিল।