ঝিনাই নদীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীর ঝিনাই নদীতে ডুবে কেরামত ওরফে কিপু (৭৫) নামের এক বৃদ্ধ নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাকুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার হরিপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানায়, ঝিনাই নদীর পাশেই পাকুটিয়া মসজিদ হওয়ায় প্রতিদিন তিনি গোসল করে ওই মসজিদে জোহরের নামাজ আদায় করেন। প্রতিদিনের মতো বুধবার দুপুরে গোসল করতে গেলে নদীতে ডুবে যান তিনি। স্থানীয়রা দেখে কালিহাতী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা ডুবুরি দলের জন্য ঢাকায় জানায়। পরে ঢাকা থেকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার নাসির উদ্দিন বলেন, ‘ঢাকা থেকে আমাদের জানালে আমরা ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যার দিকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করি।  পরবর্তীতে নিহতের লাশ কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

কালিহাতী থানার এসআই আব্দুল ওহাব মিয়া বলেন, ‘স্বজন ও স্থানীয়দের আবেদনের ভিত্তিতে দাফনের জন্য লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’