নোয়াখালীতে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

নোয়াখালী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর অধীনে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় নোয়াখালীতে পাসের হার বেড়েছে। এই জেলায় পাসের হার ৭৫.২১ শতাংশ। জেলার ৪৫টি কলেজের ১৭ হাজার ৩৩৬ শিক্ষার্থী পরীক্ষায় নিয়ে ১৩ হাজার ৩৮ জন পাস করেছে। পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৭৭.১২ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৮.২৭ শতাংশ। জেলায় ৬ হাজার ৩৫২ জন ছেলে এবং ৬ হাজার ৬৮৬ জন মেয়ে পাস করেছে। এবারের পাসের হার বিগত চার বছরের তুলনায় বেড়েছে। 

তবে, একজনও পাস করেনি এমন কলেজের সংখ্যা দুটি। এগুলো হলো- নোয়াখালীর কোম্পানীগঞ্জ হাজারী হাট স্কুল অ্যান্ড কলেজ ও নোয়াখালীর হাতিয়া তমরুদ্দি হাই স্কুল অ্যান্ড কলেজ।