যমুনার পানি বাড়ছে: জামালপুর-ঢাকা যোগাযোগ বিচ্ছিন্ন

২২২২

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনার পানি বিপদ সীমার ১৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ী রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন। মহাসড়ক ডুবে যাওয়ায় ঢাকার সঙ্গে জেলার চার উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) পাউবোর প্রকৌশলী নব কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অব্যাহত পানি বৃদ্ধিতে নতুন করে প্লাবিত হয়েছে জামালপুর জেলার ৭ উপজেলার ৮ লাখ মানুষ।

মাদারগঞ্জের গাবের গ্রাম নাদাগাড়িতে বন্যা নিয়ত্রণ বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে আরও ৫০টি গ্রাম।

জেলার ৬৮ ইউনিয়নের মধ্যে ৫৯টি ইউনিয়নই এখন বন্যা কবলিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে।

বন্ধ হয়ে গেছে স্কুল, মাদ্রাসা ও কলেজসহ  ৭৩২টি শিক্ষা প্রতিষ্ঠান ।