নৌপথে বাংলাদেশ-ভারত-ভুটানের মধ্যে বাণিজ্য শুরু

ভুটান থেকে ভারত হয়ে আসা পাথরবাহী জাহাজ গ্রহণ অনুষ্ঠাননদীপথে ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে এসেছে পাথরবাহী একটি জাহাজ। এর মধ্যে দিয়ে বাংলাদেশ-ভারত-ভুটানের মধ্যে নৌপথে বাণিজ্যের নতুন যুগের শুরু হলো। বৃহস্পতিবার দুপুরে নারায়াণগঞ্জের সোনাগাঁয়ের মেঘনা ঘাটে তিন দেশের শীর্ষ কর্মকর্তা ও পাথর আমদানিকারক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ট্রেডের উদ্বোধন করা হয়।

প্রথমবারের মতো ভুটান থেকে পাথরবাহী একটি ভারতীয় জাহাজ ধুবরি থেকে যাত্রা শুরু করে মঙ্গলবার বাংলাদেশে এসে পৌঁছায়। বসুন্ধরা গ্রুপ আয়োজিত এ অনুষ্ঠানে ইন্দো বাংলা রুট ব্যবহার করে আসা প্রথম আমদানি করা পাথর গ্রহণ করা হয়। আসামের ধুবরি থেকে ১৬০ কিলোমিটার দূরে ভুটানের ফুয়েন্ট শোলিং থেকে ট্রাকে করে এই পাথর আনা হয়েছে। জাহাজটি এক হাজার মেট্রিক টন পাথর পরিবহন করছে, যা স্থলপথে পরিবহন করতে ৫০টিরও বেশি ট্রাক প্রয়োজন।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ভারতের হাইকমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলি দাশ, ভুটানের রাষ্ট্রদূত সোনম টি রাবগি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতিকুর রহমান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মাহাবুব উল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে নদীপথে পাথর আমদানি দেশ তিনটির বাণিজ্যে নবযুগের সূচনা করলো। নদীপথে ট্রানজিট সুবিধা চালু হওয়ায় তিন দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতি ঘটবে। নদীপথের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সর্ম্পকের উন্নতি সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন।