ছুটির দিনে বাধ্যতামূলক ডিউটিতে গিয়ে সড়কে প্রাণহানি

সড়ক দুর্ঘটনাছুটির দিনে এনজিও-র টিম ওয়ার্কে বের হয়ে ঠাকুরগাঁওয়ে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও আশা-র এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের নতুন মার্কেটের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত এনজিও কর্মী মনিরুল ইসলাম (৪২) রাণীশংকৈল উপজেলার নেকমরদ শাখায় কর্মরত ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা রুহিয়া থানার ঘনেকৃষ্টপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে টিম ওয়ার্কে বের হয়েছিলেন মনিরুল ইসলাম। নেকমরদ বাজার থেকে বালিয়াডাঙ্গী-র উদ্দেশে আসা একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন মনির। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আশা-র কয়েকজন কর্মী জানান, সম্প্রতি আশা বকেয়া আদায়ের জন্য ছুটির দিন শুক্রবারও কর্মীদের টিম ওয়ার্কে যাওয়া বাধ্যতামূলক করেছে। সারা সপ্তাহের কাজের পর ছুটির দিনটিতেও হাড়ভাঙ্গা ও টার্গেট পূরণের কাজ করতে গিয়ে তাদের শরীর ও মনস্তত্ত্বে বাড়তি চাপ পড়ছে।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, নছিমনটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।