কাশিয়ানীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, আটক ৭

গোপালগঞ্জ

এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নে দুই গ্রামবাসীদের মধ্যে সংর্ঘষের ঘটনায় ২০ জন আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। শনিবার (২০ জুলাই)এসব ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে,কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হাসমত আলী শিকদারকে হোগলাকান্দি গ্রামের লোকজন লাঞ্ছিত করে। তার প্রতিবাদে শনিবার আড়পাড়া গ্রামের লোকজন হাসমত আলী শিকদারের নেতৃত্বে এবং সাকু ও রফিকের নেতৃত্বে হোগলাকান্দি গ্রামের লোকজন কুমার নদীর দুই পাড়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।