ডিমলায় বিএনপির ৩০ নেতাকর্মী গ্রেফতার

১১১১১

নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় নীলফামারীর ডিমলা থেকে উপজেলা বিএনপির ৩০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁশলি অক্ষয় কুমার রায় এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আছেন- উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন, যুবদলের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. হেলাল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৭ আগস্ট সন্ধ্যায় ডিমলা উপজেলা জামায়াতের আমির মহিউর রহমান নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে তার খালিশা চাঁপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামের নিজ বাড়িতে গোপন বৈঠকে মিলিত হন।খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মহিউর রহমানসহ পাঁচ জনকে আটক করে। এসময় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী পালিয়ে যায়।

ডিমলা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজ আলী বাদী হয়ে ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭৫ জন নেতাকর্মীর নামে আদালতে চার্জশিট প্রদান করেন তিনি।

আসামি পক্ষের আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম জানান, আসামিরা উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক রবিবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে ডিমলা উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আরিফুল ইসলাম বলেন,‘মামলায় জামায়াত-শিবিরের বৈঠকের কথা বলা হলেও রাজনৈতিক কারণে বিএনপির নেতাকর্মীদের জড়ানো হয়েছে।’

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলার দীর্ঘ তদন্ত শেষে, জামায়াত-শিবির ছাড়াও বিএনপির ৩১ জন নেতাকর্মীর সংশ্লিষ্টতা থাকায় তাদের নামে চার্জশিট প্রদান করা হয়েছে।’