কেরানীগঞ্জে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, দু’জনকে জরিমানা

বিক্রি নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছেঢাকার কেরানীগঞ্জের বউ বাজার ও জিনজিরা বাজারে রবিবার (২১ জুলাই) বেলা ১১টায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রি নিষিদ্ধ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও জেলি মিশ্রিত ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির অভিযোগে দুইজনকে জরিমানা করা হয়েছে। পরে দুপুরে কোনাখোলা উপজেলা পরিষদ মাঠে বিক্রি নিষিদ্ধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই আগানগর এলাকায় ২য় বুড়িগঙ্গা সেতুর নিচে বউ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ রুপচাঁদা বলে বিক্রি করে আসছে। এছাড়া তারা বিক্রি নিষিদ্ধ আফ্রিকার মাগুরসহ অনেক ধরনের মাছ বিক্রি করছে যা আইনত দণ্ডনীয় অপরাধ। এই খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি দোকান থেকে বিক্রি নিষিদ্ধ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। অভিযানের খবর টের পেয়ে অবৈধ জাল ব্যাবসায়ীরা তাদের দোকান থেকে পালিয়ে যায়।’