এখনও সন্ধান মেলেনি তুরাগে ডুবে যাওয়া ট্যাক্সি ক্যাবের

উদ্ধার তৎপরতা চলছেসাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় তুরাগ নদে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যাওয়া ট্যাক্সি ক্যাবের এখনও সন্ধান মেলেনি। রবিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ট্যাক্সি ক্যাবটি নদীতে পড়ে যায়। রাত ১টার দিকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ক্যাবটির সন্ধান শুরু করে। এছাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উত্তরার জোন কমান্ডার আনোয়ারুল হক বলেন, ‘নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ শুরু হতে দেরি হয়েছে।’

প্রত্যক্ষদর্শী জসিম নামের এক ব্যক্তি জানান, তিনি রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হওয়ার পর ট্যাক্সি ক্যাবটি তুরাগ নদে পড়ে ডুবে যায়। পরে ৯৯৯ নম্বরে তিনি ফোন করেন।

এর আগে, ২০১০ সালের ১০ অক্টোবর এই ব্রিজের রেলিং ভেঙে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তুরাগ নদে ডুবে যায়।