বন্যা দুর্গত এলাকায় আ.লীগ ও সরকার একযোগে কাজ করছে: নানক

কুড়িগ্রামে আওয়ামী লীগের ত্রাণ বিতরণআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বন্যা দুর্গত এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকার একযোগে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের ছয়টি টিম বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাচ্ছে। বন্যার পানি নেমে গেলে যারা গৃহহীন আছে তাদের পুর্নবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (২২ জুলাই) দুপুরে চিলমারী উপজেলা এলএসডি চত্বরে আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।কুড়িগ্রামে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

চিলমারী এলএসডি চত্বরে আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার বন্যা দুর্গত এক হাজার মানুষের মাঝে ত্রাণ সহায়তা করা হয়। নানক ছাড়াও এ সময় আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম প্রমুখ।