হিলি স্থলবন্দরে ছাউনিযুক্ত শেড অপ্রতুল, বৃষ্টিতে পণ্য খালাস ব্যাহত

টানা বৃষ্টিতে বন্দরে পণ্য খালাস ব্যাহতটানা বৃষ্টিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে পেঁয়াজ বোঝাই ট্রাক থেকে পণ্য খালাসে বেশি সমস্যায় পড়েছেন আমদানিকারকরা। তবে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। বন্দরে ছাউনিযুক্ত শেড কম থাকায় অগ্রাধিকারভিত্তিতে সিরিয়াল অনুযায়ী পেঁয়াজের ট্রাক থেকে পণ্য খালাস করা হচ্ছে।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। সোমবার (২২ জুলাই) বিকাল ৪টা থেকে বৃষ্টি শুরু হওয়ায় আমদানি করা পণ্য নিয়ে আমদানিকারকরা বিপাকের মধ্যে পড়েছেন। বিশেষ করে পেঁয়াজ বোঝাই ট্রাক থেকে পণ্য খালাসে বেশি সমস্যায় পড়েছেন আমদানিকারকরা। বন্দরের যে অপ্রতুল ছাউনিযুক্ত শেড রয়েছে তাতে অগ্রাধিকারভিত্তিতে সিরিয়াল অনুযায়ী পেঁয়াজের ট্রাক খালাস হচ্ছে। কিন্তু বন্দর দিয়ে আমদানি করা গম, ডাল, খৈলসহ অন্যান্য পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বন্দরের মাশুল বাড়ার কারণে আমদানিকারকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বৃষ্টিতে ভিজে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।