গুজবে কান না দিতে সিলেটে পুলিশের মাইকিং

 

সিলেটের উপশহর এলাকায় পুলিশের মাইকিংগুজবে বিভ্রান্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটাতে সিলেট মহানগর পুলিশের আওতাধীন ছয়টি থানা এলাকার মাইকিং করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলছে পুলিশের সচেতনতামূলক প্রচারণা। মঙ্গলবার (২৩ জুলাই) সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার এএসআই শফিকুল ইসলামকে সিএনজি অটোরিকশা করে নগরের উপশহর, সাদার পাড়াসহ থানাধীন বিভিন্ন এলাকায় মাইকিং করতে দেখা যায়।

শাহপরাণ থানার এএসআই শফিকুল ইসলাম বলেন, ‘গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার জন্য মানুষকে সচেতন করতে মাইকিং করে যাচ্ছি। কোনও এলাকায় অপরিচিত লোক দেখা গেলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।’

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, ‘গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে নগরবাসীকে অনুরোধ জানিয়ে পুলিশ মাইকিং করে যাচ্ছে মহানগর এলাকায়। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। যদি ছেলেধরা হিসেবে কাউকে সন্দেহ হয় তাহলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিন।’