কাপাসিয়ায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

গাজীপুরের কাপাসিয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাসের হেলপারসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ যাত্রী। মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে উপজেলার ভিটিপাড়া (ভূতের) বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- বাসের হেলপার ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের শাহজাহানের ছেলে মানিক মিয়া (৩০) এবং চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তিলক গ্রামের নূরুল ইসলামের ছেলে সাইফুজ্জামান চৌধুরী (৩৫)। সাইফুজ্জামান ওমেরা পেট্রোলিয়াম এলপি গ্যাস লিমিটেডের মার্কেটিং অফিসার।

আহতরা হলেন- রাজেন্দ্রপুরের মনোরঞ্জন সরকারের ছেলে চন্দন সরকার (৩৩), কালিগঞ্জের আলতাফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮), ভবানীপুরের দিরেন্দ্র কুমারের ছেলে গোরবধন (৪৮), উত্তর খামের গ্রামের আতাউর রহমানের মেয়ে তায়বা আক্তার (২১), চালা বাজার এলাকার আব্দুস সামাদের ছেলে আতিক (২২)।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, ভাওয়াল পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে কাপাসিয়া যাচ্ছিল। বাসটি রাজেন্দ্রপুর-কিশোরগঞ্জ সড়কে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভিটিপাড়া (ভূতের বাজার) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি রাস্তার পাশের গাছ ও দোকানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই বাসের হেলপারসহ সাত যাত্রী গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাসের হেলপার মানিক ও সাইফুজ্জামানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।

আহতরা জানায়, ঘটনার সময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিলেন।