বরিশালে আট টন পলিথিন জব্দ

জব্দ করা পলিথিন বরিশাল নগরীর বাজাররোডের হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে আট টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ট্রাক জব্দ এবং গুদাম সিলগালা করে দেওয়া হয়। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে র‌্যাবের সহায়তায় বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আব্দুল হালিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর হাটখোলা এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে দুই টন এবং একটি ট্রাক বোঝাই আরও ছয় টন পলিথিন জব্দ করা হয়। গুদাম ও ট্রাকের মালিককে খুঁজে না পাওয়ায় গুদামটি সিলগালা এবং ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধার করা পলিথিন ধ্বংস এবং জব্দ হওয়া ট্রাক নিলামে বিক্রি করা হবে।