স্থানীয়রা জানান, ফয়সাল ও রনি মোটরসাইকেলে শ্রীপুর থেকে মাগুরা যাচ্ছিলেন। আঠারোখাদার কদমতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রাসেল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।
ফয়সাল মাগুরা জেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের খালেদ সরদারের ছেলে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে। বাস চালককে আটকের চেষ্টা চলছে।