বাজেটে নগরীর ৪৩টি খাল পুনঃখনন, আধুনিক মার্কেট নির্মাণ, আধুনিক কমিউনিটি সিটি নির্মাণসহ ১৯টি মধ্য মেয়াদী কর্মপরিকল্পনা এবং সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি, জলাশয় ভরাট বন্ধ করা ও ড্রেনেজ ব্যবস্থাপনাসহ ১০টি দীর্ঘমেয়াদি পরিকল্পনা উল্লেখ করা হয়।
মেয়র সাদেক আবদুল্লাহর পক্ষে ১নং প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বাজেট পাঠ করেন। এ সময় নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য নগরবাসী, সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।